আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মাছ বোঝাই পিকআপের চাঁপায় মোঃ ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টায় কলাপাড়া টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিকআপ ও চালক আটক করেছে পুলিশ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বাসিন্দা আবু তাহের হাওলাদারের ছেলে মোঃ ইউসুফ হাওলাদার সকালবেলা বাজার করার জন্য নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। ব্রিজে ঢালে আসলে একই দিক থেকে আসা মাছ ভর্তি পিক আপ যার নং ঢাকা মেট্রো ন ১২-৩৮৩৯ মোটরসাইকেল কে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা ইউসুফ হাওলাদার ছিটকি রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন, স্থানীয় লোকজন ইউসুফ হাওলাদার কে উদ্ধর করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল রেফার করেন। বরিশাল নেয়ার পথিমধ্যে মারা যায়। মাছ ভর্তি পিকআপ ও ড্রাইভারকে আটক করে পুলিশ।