মোঃ শরিফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ শুক্রবার ১০ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় জনগণের মাঝে রূপরেখা তুলে ধরেন এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু)। তিনি বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র।
সভায় সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা বিএনপির ছাত্রদল বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মামুন।
এসময় ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কায়সার রেজা, ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মাষ্টার, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াসিন মিরান মেম্বার, মানিকগঞ্জ জেলা জিয়া পাঠাগারের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা: আবুল হাসান, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিমসহ উপজেলা ও বানিয়াজুরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এটি বাস্তবায়নের মাধ্যমে দেশের রাষ্ট্রকাঠামোকে যুগোপযোগী করে তোলা সম্ভব। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং তাদের মতামত শোনেন।