আপন নিউজ অফিসঃ আমতলী উপজেলার মানুষদেরকে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়াতে চায় একদল তরুণ। এরই অংশ হিসেবে "স্বপ্নছায়া" নামে একটি সামাজিক সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকাস্থ আমতলী উপজেলার তরুণদের নিয়ে গড়া সংগঠনটির ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে আত্মপ্রকাশ করা সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রাহাতুল ইসলাম সুমন গাজী, সিনিয়ার সহ সভাপতি মোঃ তাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন খান সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া হাওলাদার।
কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ সভাপতি মোঃ রাসেল হাওলাদার,মোঃ কামাল বিশ্বাস,মোঃ সোহাগ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন আহাম্মেদ, মোঃ ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মোঃ ইলিয়াস হোসেন, মোঃ সজল বিশ্বাস,অর্থ সম্পাদক মোঃ নাজমুল আহসান মিরাজ, সহ অর্থ সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, প্রচার সম্পাদক মোঃ বশির হাওলাদার, সহ প্রচার সম্পাদক মোঃ বেল্লাল হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জামাল খান, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ওহিদুজ্জামান উজ্জ্বল, ক্রিয়া সম্পাদক মোঃ এইচ এম জাহিদুল ইসলাম, সহ ক্রিয়া সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম খান, যুব বিষয়ক সম্পাদক মোঃ নাঈম ইসলাম শান্ত, সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোঃ রাতুল হোসাইন খান, মোঃ নাসির উদ্দিন, মোঃ জুয়েল মুধা, জাল জামিন, মোঃ মঞ্জু বেপারী, মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, মোঃ আনোয়ার মাতুব্বার, মোঃ মাইন উদ্দিন, মোঃ জিয়া তালুকদার, মোঃ বশির উদ্দিন, মোঃ সালাম শান্ত, মোঃ নুরুজ্জামান আকন, মোঃ সোহেল মাতুব্বার, মোঃ মাসুদ গাজী, মোঃ ইসমাইল খান, মোঃ আব্বাস খান, মোঃ শাহিন গাজী, মোঃ আবুল কালাম, মোঃ মানিক, মোঃ আব্দুল আলিম ও মোঃ ওহিদুল ইসলাম জুলহাস।
সদস্যদের প্রদানকৃত ফির মাধ্যমে প্রাথমিকভাবে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সামাজিক সেবামূলক সংগঠন স্বপ্নছায়ার মাধ্যমে সুফল পাবে আমতলীর উপজেলার মানুষজন, এমনটাই প্রত্যাশা সবার।