আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দূর্নীতির সাথে জড়িত প্রধান দুই কর্মকর্তার অপসারন, গ্রেফতার ও একইসাথে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত যুবকদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ লাইন সংলগ্ন সড়কে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এ অবস্থান কর্মসূচি আয়োজন করে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য মোঃ রবিউল আউয়াল অন্তর, মোঃ শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, মেহেদী হাসান ইলিয়াস, জাকির হাওলাদার, জামাল মৃধা, সিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণের সময় তাদের প্রতি পরিবার থেকে কর্মক্ষম একজনকে চাকুরি দেয়ার কথা ছিলো। কিন্তু অদ্যবদী তাদের এ প্রতিশ্রুতি পূরণ করেনি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
তাই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় জড়িত ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা কে দূর্নীতির দায়ে গ্রেফতার, ভূমি অধিগ্রহণকৃত পরিবারকে তিন গুন ক্ষতিপূরণের অর্থ প্রদান, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রধান, বিদ্যুৎ কেন্দ্রে দূর্নীতি ও দেশের সম্পদ চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন ও কমিটিতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের রাখাসহ আট দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।