বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় আবারো সক্রিয় হয়ে উঠেছে নিশি রাতের অতিথি চোর চক্র। এবার কলাপাড়া উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক সাইদুর রহমানের বাসায় হানা দিয়ে স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে যায়। সোমবার রাত ৮ টার দিকে পৌর শহরের নাইয়াপট্টি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। বাসার সদর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি, ওয়্যারড্রব ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
এ বিষয় সাইদুর রহমান বলেন, সন্ধ্যা সাতটার দিকে আমার পরিবার ও আমি ব্যক্তিগত কাজের জন্য বড় ভাইয়ের বাসায় যাই। সেখান থেকে বাসায় ফিরে দেখি ঘরের দরজার তালা ভাঙ্গা। আলমারি ড্রয়ার ভেঙে আংটি, গলার চেইন ও পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এর আগে গত শনিবার সন্ধ্যায় পৌরশহরের ঐশি জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিংগরিয়া এলাকার বাসায় দুই নারীকে হাত, মুখ, চোখ বেধে মারধর করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে
এ বিষয় কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।