আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের একটি দ্বিতল ভবন ঘেকে ইমরান মিয়া নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মধ্য রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।
নিহত ইমরান গত দুই বছর ধরে কলাপাড়ায় পটুয়াখালী ১৩২০ তাপ বিদ্যুত কেন্দ্রে ওয়েল্ডিং ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দিগলবাগ ইউনিয়নের মদরিচ মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, লোন্দা গ্রামের তুহিন মৃধার দ্বিতল ভবনের দোতলায় দুই রুমে নিহত ইমরান ও তার ভাই থাকতো। বুধবার রাতের খাওয়া শেষে দুই ভাই তাদের রুমে যায়। রাতে নিহতের স্ত্রী ইমরানকে ফোন দিয়ে না পেয়ে তার ভাইকে কল দিলে সে রুমে গিয়ে দেখে গলায় ফাঁস দেয়া অবস্থায় সে পড়ে আছে। তাৎক্ষণিক ভবনের অন্যদের সহায়তায় ইমরানকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে কেন ও কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।