গত ২১ ও ২২ জানুয়ারী ২০২৫ ইং তারিখ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও অনলাইন পোর্টালে " আমতলীতে আওয়ামিলীগ নেতার সাত হতদরিদ্র পরিবারকে উচ্ছেদের পায়তারা " শীর্ষক শিরোনামসহ বিভিন্ন শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তাহা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। কতিপয় স্বার্থন্বেষী মহল সংবাদ কর্মীদের বিভ্রান্তিমুলক তথ্য সরবরাহ করায় এইরুপ কাল্পনিক সংবাদ প্রকাশিত হয়েছে। যার বাস্তবতার সাথে কোন মিল নাই। প্রকৃত পক্ষে চাওড়া মৌজার এস এ ১৪৬৮ নাম্বার খতিয়ানের মালিক বিবেক তালুকদারের নিকট থেকে বিগত ১৩ জুলাই ২০২০ ইং তারিখে আমতলী সাব রেজিস্ট্রার অফিসের ১৯০৩ নাম্বার সাব কবলা দলিল মুলে ৪২ শতাংশ জমি আমি ক্রয় করি এবং ভোগ দখল করে আসছি। সংবাদে হত দরিদ্র পরিবারদের উচ্ছেদের কথা উল্লেখ করা হলেও প্রকৃত পক্ষে তারা আমার জমিতে আমার অনুমতি ক্রমে বসবাস করে আসছে। বর্তমানে আমার জমি প্রয়োজন হলে তাদের জমি ছাড়তে বললে তারা বিপত্তি সাজে। শুরু করে নানা টালবাহানা। তাদের উচ্ছেদের জন্য আমি আদালতে মামলা দায়ের করেছি বিধায় মোঃ নিজাম উদ্দিন কালা, জাহানারা বেগম, রুনা বেগম ও আনোয়ার মল্লিকের নেতৃত্বে আমার জমিতে বসবাস কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অপবাদ ছড়াচ্ছে । তাই উক্ত প্রকাশিত সংবাদে আমার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে বিধায় প্রকাশিত সংবাদের তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ আবুল কালাম (কামাল) আকন
পিতা মৃত্যু আঃ আজিজ আকন
সাংগঠনিক সম্পাদক
উপজেলা আওয়ামিলীগ
সাং ৪ নং ওয়ার্ড, আমতলী পৌরসভা,
আমতলী, বরগুনা।