আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আর্শ্বেদ আলী মৃধা হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শনিবার সন্ধা সাড়ে ৬ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক (৬৭) বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যা সন্তানসহ বহু আত্নীয় স্বজন রেখে গেছেন। তার নামাজে জানাজা নিজ বাড়ী লালুয়া ইউনিয়ন এর মেরাউপাড়া গ্রামে রোববার বিকেলে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান খানের স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক বার্তা জানানো হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন সিকদার, সাদারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার মধু, মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন খান, সাংবাদিক আলহাজ্ব মোঃ এনামুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবর রহমান প্যাদাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সমর্থক আত্নীয় স্বজন এলাকাবাসী। মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।