আপন নিউজ অফিসঃ জমকালো আয়োজনের মাধ্যমে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় রিপোর্টার্স ক্লাব চত্তরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্নাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিপোর্টার্স ক্লাব হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মো. নাহিদুল হক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী মো. হুমায়ুন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, পৌর বিএনপি'র সভাপতি গাজী মো.ফারুক। এছাড়াও অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মিজানুর রহমান টুটু বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি আহম্মেদ ইমতিয়াজ তুষার, রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য ও অন্যান্য গনমাধ্যম কর্মীরাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব আহম্মেদ পাশা তানভির ও রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপতি মো. ওমর ফারুক।