আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাংলাবাজার মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা হতে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাংলাবাজার মসজিদ মাঠে এ বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মিঠাগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান মোঃ জাকির হোসেন ফকির। প্রধান অতিথি ছিলেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, বিশিষ্ট গবেষক ও তরুণ বক্তা হযরত মাওঃ মুফতী মোঃ নাইমুজ্জামান ছিদ্দিক।
প্রধান বক্তা ছিলেন হাঃ মাওঃ হোসাইন আহমেদ খান, বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ রুহুল আমিন ফয়েজী, ক্বারী মোঃ রুহুল আমিন।
যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার।
বক্তরা বলেন, কুরআন, হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে বেহায়াপনা চলছে এবং আপদ বিপদ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সকল কিছু হতে মুক্তি পেতে হলে কুরআন ও হাদিস অধ্যায়ন করতে হবে। তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে।
ইসলামের জীবন বিধান কুরআন বুঝে আমল করতে হবে। মাহফিল শেষে দেশবাসী সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন হয়।