আপন নিউজ অফিসঃ কলাপাড়া থানার দেয়ালে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জয়বাংলা শেখ হাসিনায় আস্থা লেখা। কলাপাড়া পৌরশহরের থানার সামনের দেয়ালে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ভেঙ্গে ফেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতির ফলকে ' জয়বাংলা ও শেখ হাসিনায় আস্থা' লিখে রাখা নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একাধিক গোয়েন্দা সংস্থা ধারণা করছেন রবিবার দিবাগত রাতের যে কোন সময় দেয়াল লিখন করা হয়েছে। যেখানে যুবলীগ নেতা ও টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু ও শাহদাৎ নাম লেখা রয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের লেখা মুছে ফেলা হয়েছে। তবে শাহদাৎ নামে আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের পরিচিত কোন নেতাকর্মী কারো চেনাজানা নেই। ফলে বিষয়টি নিয়ে ভিন্ন আলোচনাও রয়েছে।