আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের শেখ হাসিনার নাম ফলক বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ভেঙ্গে ফেলেছে। বৃহস্পতিবার দুপুরে তারা এ নাম ফলক ভেঙ্গে ফেলা হয়।
জানাগেছে, ২০১২ সালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ভবন উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে ওই ভবনের শেখ হাসিনার নাম ফলক বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ভেঙ্গে ফেলেছে। পরে তারা হাসপাতালের প্রাঙ্গণে উল্লাস করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, ছাত্র-জনতা ভবনের শেখ হাসিনার নাম ফলক ভেঙ্গে ফেলেছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি আমার জানা নেই।