উত্তম কুমার, বাউফলঃ বাউফলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে লক্ষ্যে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ফেব্রুয়ারি) বিকেলে বাউফল উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের পাবলিক মাঠে একটি বিশাল জনসমাবেশে অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। দেশবন্ধু তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
জন সমাবেশে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমারতো কমিটি নাই, কিচ্ছু নাই, আমি একা আর আছে আপনাদের ভালোবাসা।
জন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম জসিম প্রমুখ।