আপন নিউজ অফিসঃ কলাপাড়ার লালুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুদ্দিন উদ্দিন হাওলাদার (৩৫) এবং কৃষক ফরিদ হাওলাদার (২৫) কে হাতু ও রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চিংগুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
আহত মাইনুদ্দিন উদ্দিন হাওলাদার জানান, রিয়াজ হাওলাদার, রাসেল খান, রজ্জব খা, সজিব খা, মিরাজ হাওলাদার, তাজিন হাওলাদার, নুরুল আলম হাওলাদার এবং বশির শিকদারের নেতৃত্বে ১৪-১৫ জন লোক তাদের উপর হামলা চালিয়ে হাতু ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।