আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে জয় পেয়েছে ইটবাড়িয়া একাদশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে লতাচাপলী ইউনিয়ন একাদশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ইটবাড়িয়া একাদশ ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে।
সেমিফাইনাল ম্যাচের উদ্বোধন করেন টুর্নামেন্টের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। খেলা দেখতে মাঠে ভিড় করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকরা। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচ শেষে বিজয়ী দলকে অভিনন্দন জানানো হয়।
আগামী ফাইনাল ম্যাচে ইটবাড়িয়া একাদশের প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনাল ম্যাচটি জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে।