সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় হাতের ফুলে হৃদয় নিংড়ানো ভালবাসা নিয়ে স্মৃতির শহীদ মিনারে মানুষের ঢল। শ্রদ্ধাভরে জাতি স্মরণ করছে মাতৃভাষা বাংলার মর্যাদার লড়াইয়ে প্রাণ দেয়া শহীদদের।
একুশের প্রথম প্রহরে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গলাচিপা উপজেলা প্রাশসন, গলাচিপা থানা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গলাচিপা সরকারি কলেজ, গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা বিএনপি, উপজেলা গণধিকার পরিষদ, গলাচিপা প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম ও বর্ণিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন। ফুল দেয়া শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন, স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণ প্রতি বছর অমর একুশের শহীদ দিবসে মহানভাষা আন্দোলনের সূর্যসন্তানদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার অধিকার আদায়ে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়েছিল সালাম, বরকত, রফিক ও শফিকসহ বাংলা মায়ের সেরা সন্তানরা। ভাষা শহীদদের পবিত্র রক্তের সাথে মিশে আছে বাঙালীর জাতীয় মুক্তিসংগ্রামের গৌরবগাঁথা। ’৫২-এর একুশে ফেব্রুয়ারিতে বাংলার ছাত্রসমাজ আত্মদান করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। রক্তরাঙা অমর একুশে ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্যদিয়ে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় আসনে আসীন।