আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।
কলাপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নসুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আনাম সুমন, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি সোহেল দেওয়ান, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির মোল্লা মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ শামীম, টিয়াখালী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাকারিয়া মল্লিক, ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি সেলিম মৃধা প্রমুখ।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার ও দলীয় সংগঠনের শক্তিশালী ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় কলাপাড়া উপজেলা ও পৌর সহ ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।