আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া আবাসনে চোর সন্দেহে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করা সজীব তালুকদার (৩০) এবার মুখ খুলেছেন। ৩ ফেব্রুয়ারি এ ঘটনার পেছনে পূর্ব শত্রুতার জের ও দুই লক্ষ টাকা চাঁদা দাবিতে এ ঘটনা ঘটিয়েছে দাবি করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) কলাপাড়া সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করেন।
সজীব তালুকদার বলেন, ওই দিন পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর জন্য ও দুই লক্ষ টাকা চাঁদা না পেয়ে স্থানীয় লিটন মাতুব্বর, রুবেল হাওলাদার, রাসেল আকন, খলিল গাজী, বাদল আকন সহ ২০/২৫ ব্যক্তি চোরের নাটক সাজায়। পরে তাকে এলোপাথাড়ি পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, "আমি কোনো অপরাধ করিনি। পূর্ব শত্রুতার কারণেই আমাকে ফাঁসানো হয়েছে।" এছাড়াও নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এক নারী হত্যা মামলায় আমাকে আসামি দিতে মরিয়া হয়ে উঠেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মহল্লাপাড়া আবাসনের কয়েকজন ব্যক্তি সজীবের সঙ্গে পূর্ব থেকে বিরোধে লিপ্ত ছিলেন। ঘটনার দিন তাকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় এবং পরে পুলিশে দেওয়া হয়। এ বিষয় অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত করে দেখবো।
এদিকে, নিরপরাধ হয়ে মারধরের শিকার হওয়ায় সজীব তালুকদারের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।