এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ায় যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে এই তরুণ সমাজ। তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন অতিথিরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কলাপাড়া মহিলা কলেজ সংলগ্ন মাঠে কলাপাড়া বাজার আয়োজিত নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিথি বলেন, "যুব সমাজকে সুস্থ, শক্তিশালী ও সচেতন করতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হলে আরও বেশি এ ধরনের আয়োজন প্রয়োজন।"
টুর্নামেন্টের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় মাহিয়ান এক্সপ্রেস বাদুরতলী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আরিফ সিকদার ও পৌর ব্যবসায়ী সমবায় সমিতির ক্রীড়া সম্পাদক রহিমুল হক হিরু।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ ধরনের আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রেখে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।