মেজবাহউদ্দিন মাননুঃ কলাপাড়ার ঐতিহ্য বড় জামে মসজিদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে নবগঠিত কমিটি ঘোষণা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।
এতে সভাপতি হিসাবে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম রয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহসভাপতি হয়েছেন কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। সহসাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, কোষাধ্যক্ষ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শফিকুল হক পনির। এছাড়া মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. সাঈদুর রহমান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আযাদ, মুসল্লী আলহাজ শাহজাহান গাজী, আলহাজ জহিরুল হক গাজী, আবদুল মালেক খান সদস্য হয়েছেন। মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম বলেন, অন্যায়ভাবে যারা বড় জামে মসজিদের জমির মালিক হয়েছেন তা উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। মসজিদের সকল সম্পত্তি মসজিদের নিয়ন্ত্রনে আনা হবে।
সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদার বলেন, ‘ শতভাগ সততার সঙ্গে তিনি এই দায়িত্ব পালন করবেন। যদি না পারেন তাইলে পদত্যাগ করে চলে যাবেন। সাধারণ মুসল্লীরা এসময় নবগঠিত কমিটিকে স্বাগত জানান।