আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ডাকাতির চেষ্টার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়িতে ডাকাতির চেষ্টাকালে মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামে দুইজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাকসুদ মজুমদারকে উপজেলা আহ্বায়ক কমিটি থেকে এবং নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেনকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদল মৃধা ও সদস্য সচিব রুহুল আমিন ঢালীর স্বাক্ষরে মনির হোসেনের স্থায়ী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।