আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সিভিক ফোরাম সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশে বিদ্যমান জলবায়ু নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন সোমবার বেলা ১১ টায় কলাপাড়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ প্রকল্পের উদ্যোগে উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়নাধীন ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক হুমায়ুন কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিক ফোরাম সভাপতি ইউপি চেয়ারম্যান মাহবুব আলম বাবুল, সিপিপি টিম লিডার শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, পরিবেশ সংগঠক মর্জিনা বেগম, দুলালী বেগম, ইউপি মেম্বার মাহবুবা আক্তার মালা প্রমুখ।
মূল বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার আশিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি মবিলাইজর সোনিয়া আক্তার। ওরিয়েন্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ্জামান খান। ওরিন্টেশনে সিভিক ফোরামের দায়িত্ব কর্তব্য, বাংলাদেশের বিদ্যমান জলবায়ু নীতিমালা পর্যালোচনা করা হয়। জলবায়ূ অভিযোজন কৌশল এবং দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে কমিউনিটি সদস্য এবং অংশীদারদের সচেতন করা, কমিউনিটি অভিযোগ নিষ্পত্তি করা বিষয় তুলে ধরে ব্যাপক আলোচনা করা হয়েছে। জলবায়ূর পরিবর্তনজনিত সমস্যা নিয়ে উপস্থিত সবাই উৎকন্ঠা প্রকাশ করেন।