আপন নিউজ অফিসঃ কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতি বিজ্ঞ এ্যাডভোকেট আবুল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মার্চের একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পেটি অফিসার কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। যা ১১ মার্চ কলাপাড়া থানায় জি.আর ৭৫/২০২৫ নম্বরে রুজু করা হয় এবং এতে পটুয়াখালী জেলা বার ও কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সদস্য বিজ্ঞ এ্যাডভোকেট আবুল হোসেনকে জড়ানো হয়।
আইনজীবী সমিতির পক্ষ থেকে বলা হয়, এই মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি শুধু এ্যাডভোকেট আবুল হোসেনের সম্মানহানি নয়, বরং সকল আইনজীবীদের মান-মর্যাদার ওপর আঘাত।
কলাপাড়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ্যাডভোকেট আবুল হোসেনকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানিয়েছে।