আপন নিউজ অফিসঃ ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ধর্ষণ বিরোধী লাঠি মিছিল ও সমাবেশ।
শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় সাধারণ ছাত্র জনতার আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বক্তব্য রাখেন নাইমুল ইসলাম, রবিউল আউয়াল অন্তর, নজরুল ইসলাম, নাজমুল সাকিব প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন মেহেদী হাসান রাতুল।
আয়োজকরা জানান, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তারা এ ধরনের কর্মসূচি নিয়মিত চালিয়ে যাবেন।