আপন নিউজ অফিসঃ বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জেরে কলাপাড়ায় চাচাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।
শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. বাবুল হাওলাদার (৫৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বাবুল হাওলাদার জানান, সারাদিন অটো চালিয়ে বাড়ি ফিরে তিনি পুকুরের মাটি কাটছিলেন। এ সময় ভাতিজা মনির হাওলাদার ওই জমি তাদের বলে দাবি করেন এবং কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহত বাবুলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে অভিযুক্ত মনির হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি।