আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মনিরা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী রহস্যজনকভাবে মারা গেছে। শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মনিরা ওই গ্রামের মোঃ সবুজ মোল্লার মেয়ে। সে নমোরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
কীভাবে মৃত্যু হলো?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মনিরাকে বাড়িতে রেখে তার মা-বাবা পার্শ্ববর্তী গ্রামে নানাবাড়িতে যান। পরে বিকেলে এক প্রতিবেশী নারী তাদের বাড়িতে গিয়ে দেখতে পান, মনিরা ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।
পুলিশের বক্তব্য
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম জানান, "এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।"
স্থানীয়দের অনেকে ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই প্রকৃত কারণ জানা যাবে।