আপন নিউজ অফিসঃ দক্ষিণ বঙ্গ অবসরপ্রাপ্ত সেনা ঐক্য সমবায় সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সমিতির এক সাধারণ সভায় এ কমিটি নির্বাচিত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে সার্জেন্ট মোঃ সামসুল হক (অবঃ), সাধারণ সম্পাদক হিসেবে সার্জেন্ট মোঃ হুমায়ুন কবির (অবঃ), সাংগঠনিক সম্পাদক হিসেবে ল্যান্স কর্পোরাল মোঃ তরিকুল ইসলাম (অবঃ), কোষাধক্ষ্য হিসেবে সার্জেন্ট মোঃ মাইনুল ইসলাম (অবঃ) এবং কার্যকারী সদস্য সার্জেন্ট মোঃ আলাউদ্দিন খান (অবঃ) ও সার্জেন্ট মোঃ নুর এ আলম (অবঃ) দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত কমিটি সংগঠনের সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এছাড়া, তারা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংগঠনের নেতৃবৃন্দ সকল সদস্যের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।