আপন নিউজ অফিসঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে হাফেজ মোঃ আল আমিন কে সভাপতি, হাফেজ মোঃ মুছা আকন কে সহ-সভাপতি এবং হাফেজ মোঃ তামিম কে সাধারণ সম্পাদক, হাঃ জাকারিয়া কে সাংগঠনিক সম্পাদক, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মো: আরিফ বিল্লাহ এবং মোঃ আবুল কাশেম কে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে।
১৪ মার্চ এক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় ইসলামী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কমিটির দায়িত্বশীলরা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।