আপন নিউজ অফিসঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কলাপাড়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ১৭২টি সরকারি ও শিশুকল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮৫০ জন শিক্ষকের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে ১২ টি ইউনিয়ন দুটি পৌরসভা কমিটি গঠিত হয়। গত বৃহস্পতিবার উক্ত ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ৬৫ সদস্য বিশিষ্ট কলাপাড়া উপজেলা কমিটি গঠিত হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. শাহাবুদ্দিন তালুকদার এবং নির্বাহী সভাপতি নির্বাচিত হন মো. ইউনুচ আলী সোহেল। সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং নির্বাহী সম্পাদক নির্বাচিত হন মো. তরিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. আজাদুর রহমান।
এছাড়াও আরো ৬০ টি পদে ৬০ জন শিক্ষক নির্বাচিত হন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক নির্বাচিত কমিটি আগামি চার বছর সমিতির কার্যক্রম পরিচালনা করবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।