আপন নিউজ অফিসঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
নতুন কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন মোঃ তরিকুল ইসলাম, যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আব্বাস হোসেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ ইমরান, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন মোঃ আল আমিন এবং প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহিদুল।
এছাড়াও, প্রচার সম্পাদক হিসেবে মোঃ মেহেদী, অর্থ সম্পাদক হিসেবে মোঃ রবিউল, মাদ্রাসা সম্পাদক হিসেবে মোঃ মিরাজ, স্কুল সম্পাদক হিসেবে মোঃ ঈসা এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মোঃ ঈসা হাওলাদার দায়িত্ব পালন করবেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ কাওসার, মোঃ মোতালেব, মোঃ শামীম, মোঃ আতাউল্লাহ ও মোঃ রাজিবকে নির্বাচিত করা হয়েছে।
নতুন কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আত্মনিয়োগ করবে এবং এলাকার ছাত্রসমাজকে ইসলামী মূল্যবোধ ও আদর্শে গড়ে তোলার জন্য কাজ করবে বলে জানানো হয়েছে। কমিটির সদস্যদের নিরলস প্রচেষ্টায় ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম আরও প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।