আপন নিউজ অফিসঃ বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সভাপতি মোঃ মামুন সিকদার এবং কার্যকরি সভাপতি মোঃ আনসার গাজী। এছাড়াও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কামাল সিকদার। সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন মোঃ ইউনুস হাওলাদার এবং যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইউসুফ। সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মোস্তফা কামাল শাহিন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তাইফুর রহমান এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন মোঃ তহিদুল রহমান শাকিল। অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন মঞ্জুরুল আহসান এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম (শাকিল)। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সাইফুল ইসলাম (লিটন) এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন মোঃ ইউনুস আলী খান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ রুবেল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মিজান তালুকদার, মোঃ নিজাম তালুকদার, মোঃ মোজাম্মেল হক, মোঃ জাকির হোসেন, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ রেদোয়ান হোসেন তালুকদার এবং মোঃ ফয়জুল হাসান। ২১ মার্চ নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক মোঃ সুমন খান ও কার্যকরী কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন।
এই কমিটি গঠনের মাধ্যমে কলাপাড়া উপজেলায় ট্রাক, কভার্ডভ্যান ও মিনিট্রাক চালকদের অধিকার ও স্বার্থ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে। নতুন কমিটি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে চালকদের কল্যাণে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।