আপন নিউজ অফিসঃ পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কলাপাড়ায় এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার সিক্স লাইন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবকের নাম তানজিল মুন্সী (২০)। তিনি উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রজপাড়া গ্রামের মোঃ নাসির মুন্সীর ছেলে।
তানজিল মুন্সী জানান, একই এলাকার সোহাগ জোমাদ্দারের কাছে দুই হাজার টাকা পাওনা ছিলেন। দীর্ঘদিন ধরে টাকা চাইলে সোহাগ তাকে ঘোরাতে থাকেন। সোমবার দুপুরে তিনি মোটরসাইকেলে করে কলাপাড়ায় আসার পথে সিক্স লাইন এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা সোহাগ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।