আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম নাচনাপাড়া গ্রামে একটি মাছের খামারে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাতে সংঘবদ্ধ চোর চক্র ঔষধ ছিটিয়ে মাছ চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন আইনজীবী জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল।
জানা যায়, জ্ঞান পূর্ণিমা এগ্রোফার্ম লিমিটেড নামক এই খামারটি পাঁচ বছর আগে সাত একর জমির উপর প্রতিষ্ঠা করেন আইনজীবীর ছেলে চন্দ্র শেখর মন্ডল। সেখানে রুই, কোড়াল, মৃগাল, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হতো।
ক্ষতিগ্রস্থ চন্দ্র শেখর মন্ডল জানান, গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা খামারে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে যায়। এতে কয়েক হাজার ছোট মাছ মারা গেছে এবং প্রায় দুই লক্ষ টাকার বড় মাছ চুরি হয়েছে। তিনি আরও জানান, চুরির পাশাপাশি মাছের খামারের পরিবেশ ও উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খামারের মালিক। তবে এখনো পর্যন্ত কোনো দোষী ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশাবাদী ভুক্তভোগী পরিবার।