আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় খেলাফত মজলিস, উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) এই পুনর্মিলনী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান, মাওঃ আব্দুস সোবহান, হাদীঃ এরশাদুল্লাহ ভূইয়া ও মুফতী শিহাব উদ্দিন শারীফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মাওঃ সাইফুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওঃ নাসির উদ্দিন।
পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।