আপন নিউজ ডেস্ক: কলাপাড়ায় ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর মামাতো দেবর সোহাগ হাওলাদারের দিকে।
ভুক্তভোগী দুই সন্তানের জননীর (২৩) দাবি, প্রথমবার ধর্ষণের সময় সোহাগ মোবাইলে দৃশ্য ধারণ করে। এরপর ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে দীর্ঘ সময় ধরে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।
সবশেষ গত ৪ এপ্রিল (শুক্রবার) দুপুরে ভুক্তভোগী বাড়িতে একা থাকার সুযোগে পুনরায় ধর্ষণের শিকার হন। একইদিন রাতে, স্বামী নদীতে মাছ ধরতে গেলে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সোহাগ পুনরায় ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে ওই নারী কৌশলে মোবাইল ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। বিষয়টি টের পেয়ে সোহাগ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। কিছুক্ষণ পর স্বামী বাড়িতে পৌঁছালে সোহাগ পালিয়ে যায়।
বর্তমানে ওই নারী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এই ঘটনা ঘটে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”