আপন নিউজ অফিসঃ কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) কুয়াকাটা হোটেল গোল্ডেন-ইন এর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।
সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদার।
সভায় নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।