আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় অবস্থিত খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।
রবিবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল এর বোর্ড কর্তৃক মনোনীত হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার প্রতি পূর্ণ আস্থা রেখে এ দায়িত্ব অর্পণ করেন।
নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান কাজল তালুকদার দায়িত্ব গ্রহণের পর বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উন্নয়নমুখী শিক্ষার পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
তার এ নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।