আপন নিউজ: কলাপাড়া উপজেলার ধূলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে অবস্থিত ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নূহ আলম বিশ্বাস। পাশাপাশি অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুর রহমান বাবুল।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল-এর অনুমোদনের ভিত্তিতে ২৫ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত "মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিধিমালা ২০২৪"-এর ৬৪(১) ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। চার সদস্য বিশিষ্ট এই এডহক কমিটির কার্যকাল ২৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোঃ ইব্রাহিম খলিল এবং প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর নূহ আলম বিশ্বাস বলেন, "আমি শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করবো। সকলের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই।"
বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকেও এই কমিটিকে স্বাগত জানানো হয়েছে এবং নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে।