আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় অটো উল্টে জাহাঙ্গীর হাওলাদার (৪০) নামের এক অটোচালক নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার লোন্দা এলাকার প্যাদার হাট বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর হাওলাদার লোন্দা ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি সকালে চাল বোঝাই করে নিজ অটোতে প্যাদার হাট বাজার থেকে লোন্দা যাওয়ার পথে বালুর মাঠ নামক স্থানে অসাবধানতাবশত অটো ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে অটোটি উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর হাওলাদারের পিতা মৃত খালেক হাওলাদার এবং মাতা মৃত আইনুর বেগম।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।