আপন নিউজঃ গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে পটুয়াখালীর কলাপাড়া ওসমানিয়া নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড শান্তিবাগ এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী) এবং শিক্ষার্থী জায়ান বিন মুশফিক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “গাজায় নিরীহ নারী, শিশু ও বেসামরিক মানুষের ওপর যেভাবে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে তা মানবতার চরম লঙ্ঘন। বিশ্বের মুসলিম উম্মাহসহ সকল বিবেকবান মানুষকে এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন সবসময়ই থাকবে। শিশুদের কণ্ঠেও যেন ফিলিস্তিনের জন্য দোয়া ও প্রতিবাদের আওয়াজ শোনা যায়, সেটাই আমাদের লক্ষ্য।”
বিক্ষোভে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।