আপন নিউজঃ কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আরিফ হাওলাদার (২০) ও তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুমি (১৮) কে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালাম হাওলাদার ও আলী হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন আলী হোসেন জমি পরিমাপ করতে গেলে কালাম হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আলী হোসেন ও তার ছেলে অজকুরানি আরিফকে মারধর করেন।
আরিফকে মারধর করার সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুমিকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন।
আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।