আপন নিউজঃ কলাপাড়া ডায়াগনস্টিক ল্যাব এন্ড ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন এর ২০২৫ সালের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটির নেতৃত্বে আছেন মোঃ সোলায়মান পিন্টু, যিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ আফতাব হোসেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন মোঃ শহিদুল ইসলাম।
ক্যাশিয়ার হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মাহাতাব হোসেন হাওলাদার। দপ্তর সম্পাদক হয়েছেন মোহাম্মদ নাহিদ, এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আমিরুল ইসলাম।
কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম মিলন, এ কে এম শামসুল আলম জাহাঙ্গীর এবং মোহাম্মদ মেহেদী হাসান।
নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।