আপন নিউজঃ কলাপাড়ায় কুয়াকাটা-বরিশাল মহাসড়কে পাখিমারা পানিজাদুঘরের সামনে সড়ক দুর্ঘটনায় মোঃ ইব্রাহিম জোবায়ের (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে। জানা গেছে, কুয়াকাটা থেকে বরিশালগামী একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৪-১৫৭১) আমিরাবাদ এলাকায় পৌঁছালে, মোঃ ইব্রাহিম জোবায়ের তার নানা মোঃ ফারুক হোসেনের (৪০) সাথে পাখিমারা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তা পারাপারের সময় দৌড় দিলে শিশুটি প্রাইভেটকারের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর প্রাইভেটকারটি আটক করা হয়েছে, তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
শিশু ইব্রাহিমের বাড়ি মহিপুর থানার ৭নং লতাচাপলী ইউনিয়নের হোসেনপাড়া গ্রামে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।