আপন নিউজঃ কলাপাড়ায় মৌচাকের মধু কাটাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (৫২) ও তার ছেলে আবুল রহমান (১৬) এর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় প্রথমে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শহিদুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়।
আহত শহিদুল ইসলামের মা আশা বেগম জানান, মৌচাকের মধু কাটাকে কেন্দ্র করে আবদুর রহমান ও দেলোয়ার মাতুব্বরের ছেলে হাসান, হোসেন এবং আলমগীর মাতুব্বরের ছেলে রাতুলের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আবুল রহমানকে বেধড়ক মারধর করে। মারধরের পর আবুল রহমানকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ওষুধ আনতে আহত ছেলের জন্য শহিদুল ইসলাম হাসপাতালে ফার্মেসির সামনে গেলে অভিযুক্তরা পূনরায় তার উপর হামলা চালায়। তারা লোহার রড দিয়ে শহিদুল ইসলামের নাকে আঘাত করে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।