আপন নিউজঃ কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বুড়াজালিয়া গ্রামসংলগ্ন নদীতীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পায়রা বন্দর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার গাজী জানান, "লাশটি কাপড় পরিহিত ছিল এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জোয়ারের স্রোতে লাশটি ভেসে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।