আপন নিউজঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মৌলভী মোঃ জসিম উদ্দিন বশারকে সভাপতি এবং মোঃ রাসেল শিকদারকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ সময় দলীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানান এবং আগামীর পথচলায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানান।
নতুন কমিটি ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় নেতৃবৃন্দ।