আপন নিউজঃ কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পারিবারিক বিরোধের জেরে নিপা বেগম (২৬) নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৭ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নিপা বেগম ওই এলাকার ইউসুফ ফরাজীর স্ত্রী। তার পিতা মো. জামাল হোসেন, চরবালিয়াতলী গ্রামের বাসিন্দা, জানান, “ঘটনার দিন সকালে জানতে পারি জামাতা ইউসুফ ফরাজীর অটোরিকশা বিক্রি নিয়ে ঝগড়া হচ্ছে। আমি ঘটনাস্থলে গিয়ে বলি, ‘আমি কিনে দিয়েছি, কেন বিক্রি করবে?’ এ কথা শুনেই সাইফুল, হারুন, রুবেল, ইদ্রিস ফরাজীসহ ১০-১২ জন লোক আমাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় আমাকে রক্ষা করতে গেলে আমার মেয়েকেও মারধর করে তারা।”
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।