মোঃ মাহতাব হাওলাদার, মহিপুরঃ মহিপুরে পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর আওতায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে কুয়াকাটা ও ডালবুগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুয়াকাটা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা এবং ডালবুগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিন হাওলাদার।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আ.লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।