আপন নিউজঃ শনিবার (১০ মে) কলাপাড়া থানার পুলিশ ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় অভিযান চালিয়ে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার নিজ বাসা থেকে মোঃ সৈয়দ আখতারুজ্জামান কোক্কা কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মোঃ সৈয়দ আখতারুজ্জামান, পিতা মৃত সৈয়দ আবুল হাশেম মিরা, স্থায়ীভাবে পূর্ব রজপাড়া, টিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি কলাপাড়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। গ্রেফতারের পর তিনি বলেন, “আমার চৌদ্দগোষ্ঠী আওয়ামী লীগ, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। ভয়ের কিছু নেই, ৭১-এর হাতিয়ার আবার গর্জে উঠবে ইনশাআল্লাহ।”শেখ হাসিনা দেশে আসবে।
পুলিশ সূত্রে জানা গেছে, তাকে কলাপাড়া থানায় নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি থানার হাজতে আছেন।