আপন নিউজ ডেস্ক: কুয়াকাটায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনন্ত মুখার্জি (৫০) কে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। রোববার (১১ মে) বিকেল ৩টার দিকে কুয়াকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, “অপারেশন ডেভিল হান্ট”-এর আওতায় অনন্ত মুখার্জিকে আটক করে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।